শিবচরে নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ০৪ মে ২০২৫, ০৮:৪৭
অ- অ+

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে জান্নাতুল (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রী।

শনিবার দুপুরে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল চরশ্যামাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার উৎরাইলের চরশ্যামাইল এলাকায় ফুপুর বাড়িতে দাদির সঙ্গে বেড়াতে এসেছিল জান্নাতুল। শনিবার সকালে দাদি বাড়ি (উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা) চলে গেলে জান্নাতুল দাদির সঙ্গে যায়নি। দুপুরে যখন বৃষ্টি হচ্ছিল তখন ফুপাতো বোন মেঘলার সঙ্গে বাড়ির পাশে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যায় তারা। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় ও জান্নাতুল সাঁতার না জানায় ডুবে যায়। পরে জান্নাতুলের ফুপাতো বোন মেঘলার চিৎকারে লোকজন এসে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে পানিতে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পায়নি।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, “ফোন পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আমাদের একটি টিম কাজ করা শুরু করে। তবে নদীতে স্রোত থাকায় নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীকে পাওয়া যায়নি।”

পারিবারিক সূত্রে আরও জানা যায়, নিখোঁজ জান্নাতুল শিবচরে পাওয়ার হাউজ নামক স্থানে একটি মাদ্রাসায় দাখিলে নবম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী ছিলেন। তার পিতা রনি ফকির প্রবাসী। জান্নাতুলের ফুপাতো বোন মেঘলা সাঁতার জানলেও নিখোঁজ জান্নাতুল সাঁতার জানে না।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। নদীতে প্রবল স্রোত থাকার কারণে খোঁজা খুবই কঠিন হচ্ছে। তাকে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় খোঁজাখুঁজি চলছে। এখনো নদীতে আমাদের টিম কাজ করছে।”

(ঢাকাটাইমস/০৪মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা