চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়

টানা তিন ম্যাচ হারের পর জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। নিউ ইয়র্ক রেডবুলসকে ৪-১ গোলে হারিয়েছে মেসির দল।
টানা হারের হতাশার সঙ্গে ছিল লিওনেল মেসির গোল খরা। মেজর লিগ সকারে এই ম্যাচ দিয়ে অবশ্য সব ব্যর্থতাই পেছনে ফেলা গেছে। খেলার নবম মিনিটে দলকে এগিয়ে নেন ফাফা পিকাউল্ট। ক্রস করেছিলেন লুই সুয়ারেজ। ৩০ মিনিটে ব্যবধান বাড়ান ফুল ব্যাক ভেইগান্ট। শুরুতে অবশ্য রেফারি অফসাইড দিয়েছিলেন পরে ভার রিভিউর পর মিলেছে সাফল্য। ৯ মিনিট বাদে স্কোরশিটে নাম তোলেন সুয়ারেজও। শুরুর শট ব্লকড হলেও দ্বিতীয় চেষ্টায় কোনও ভুল করেননি।
বিরতির আগে রেড বুলস একটি গোল শোধ করে। এরিক ম্যাক্সিম চুপো মোটিংয়ের গোল দ্বিতীয়ার্ধে কিছুটা আশার সঞ্চার করে তাদের মাঝে। কিন্তু তাতে লাভ হয়নি। ৬৭ মিনিটে এবার জাল কাঁপান মেসি। শুরুতে তেলাস্কো সেগোভিয়ার সঙ্গে ওয়ান-টুর পর প্রতিপক্ষ ডিফেন্ডারদের বাধা সামলে বাম পায়ের ফিনিশিংয়ে বলে জালে পাঠান। ফলে চার ম্যাচ গোলহীন থাকা মেসি জালের দেখা পেয়েছেন।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থস্থানে উঠেছে মায়ামি। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কলম্বাস ক্রু। মায়ামির সংগ্রহ ২১ আর ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফিলাডেলফিয়া।(ঢাকাটাইমস/০৪মে/আরকে)

মন্তব্য করুন