কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে মৌসুমি ফল উপহার খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৫, ১৮:০৮
অ- অ+

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মৌসুমি ফল উপহার পাঠানো হয়েছে।

কাতার আমির তামিম বিন হামাদ আল থানি ও কাতার প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সম্মানে এসব মৌসুমি ফল পাঠানো হয়।

বুধবার (২৫ জুন) বাংলাদেশ সময় বেলা তিনটায় কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. এনামুল হক চৌধুরী এসব উপহার পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত মোহাম্মদ নজরুল ইসলাম ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

মৌসুমি ফল গ্রহণ করেন কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাতায়াতের সুবিধার্থে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

গত ২৩ জুন ঢাকা বিমানবন্দর থেকে এসব ফল পাঠানোর ব্যবস্থা করেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

(ঢাকাটাইমস/২৫জুন/জেবি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পতিত আ.লীগের চাঁদাবাজ-দখলদাররা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে: আমিনুল হক
মব জাস্টিসে জড়িতদের গ্রেপ্তারে সরকারের উপর আস্থা ফিরেছে: কাজী মামুন 
দিনাজপুরে অস্ত্রের মুখে ব্যবসায়ীর ৩৪ লাখ টাকা ছিনতাই
উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের প্রতিবাদে মুরাদনগরে টানা দু’দিন বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা