মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৫, ১৪:৫৫| আপডেট : ০৪ মে ২০২৫, ১৫:১৯
অ- অ+

মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে ব্যক্তিগত জমিতে দেয়াল নির্মাণ করে পায়ে হাঁটার পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বজলুর রশিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। চলাচলের পথ বন্ধ হয়ে যাওযায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় কিছু পরিবার। বন্ধ পথ চালুর দাবিতে জেলা প্রশাসকের কাছে গণস্বাক্ষর দিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, ওই গ্রামের মৃত ওয়াজ উদ্দিন বেপারীর ছেলে বজলুর রশীদের জমির আইল দিয়ে প্রায় ১০০ বছর ধরে কিছু পরিবার চলাচল করতো। সম্প্রতি তিনি তার জমিতে দেয়াল তুলেছেন। এতে করে স্থানীয়দের পায়ে হাঁটার পথটি বন্ধ হয়ে যায়। পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বেশ কিছু পরিবার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের দক্ষিণ দিকের জমিগুলো মূলত মো. বজলুর রশিদের মালিকানাধীন। তার জমির মাঝ দিয়ে একটি সংকীর্ণ মাটির রাস্তা দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছিল। উত্তরে খালের পাশ দিয়ে বিকল্প একটি রাস্তা থাকলেও ভাঙনের কারণে সেটি বর্তমানে চলাচলের অনুপযোগী। ফলে দক্ষিণ দিকের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় পাড়ার শতাধিক মানুষ কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। পরে এলাকাবাসী জানায়, গ্রামের ৬৩ জন ভুক্তভোগী জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার কাছে এ বিষয়ে গণস্বাক্ষরও দিয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, আমরা কয়েক প্রজন্ম ধরে এই রাস্তা ব্যবহার করছি। কখনো কোনো বাধা পাইনি, কিন্তু এখন দেয়াল তুলে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে আমাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।

ভুক্তভোগী মানিক মিয়া জানান, আগে এই রাস্তার পাশাপাশি আমরা পাড়ার উত্তর দিক দিয়েও রাস্তা ব্যবহার করতাম, কিন্তু সেই রাস্তা ভাঙনের কারণে এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে এই রাস্তা ছাড়া লোকজনের চলাফেরা এবং কৃষি সরঞ্জামসহ উৎপাদিত কৃষিপণ্য আনা-নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা এর একটি সঠিক সমাধান চাই।

অভিযুক্ত বজলুর রশিদ দাবি করেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কিছু পরিবার আমার জমির আইল দিয়ে যাতায়াত করত। আমি আমার ব্যক্তিগত জমিতে স্থাপনা করব, যে কারণে আমি আমার জমিতে দেয়াল নির্মাণ করেছি। আমার জমি দিয়ে আরো পথ আছে, সেগুলো ব্যবহার করলে আমার কোনো সমস্যা নেই। তবে, ‘একশ বছর ধরে ওই জমিতে পথ ছিল' কথাটি সঠিক নয়। তারা সেখানে বাড়ি করেছে ২০-২৫ বছর আগে।

বিষয়টি নিয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/০৪মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক
শাকিব খানের শুটিং সেটে প্রাণ গেল স্টান্টম্যানের, যা জানা গেল
খালেদা জিয়ার গাড়িবহরে মোটরসাইকেল নিষিদ্ধ
রাজবাড়ীতে মাদক ও হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা