‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন

ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি নৃশংসতা ও নির্বিচার হামলা যেন থামছেই না। গাজা এলাকাজুড়ে মানুষের লাশের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। মৃত নগরীতে পরিণত হয়েছে গোটা গাজা এলাকা। প্রতিবাদ হিসেবে এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। শনিবার ইসরায়েলের তেল আবিবের দক্ষিণে দখলকৃত ইয়াফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয় ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গাজার নিপীড়িত জনগণের প্রতি সংহতি ও প্রতিরোধের প্রতি সমর্থন জানিয়ে এবং দখলদার ইসরায়েলি শাসকগোষ্ঠী ও তাদের মার্কিন সহযোগীদের অপরাধের জবাবে আমরা এই হামলা পরিচালনা করেছি।
দখলকৃত ইয়াফা এলাকার দক্ষিণে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী সফলভাবে হামলা চালিয়েছে। এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে ‘প্যালেস্টাইন-২’ নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে। জেনে নিন ফিলিস্তিন-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য-
গতি: ফিলিস্তিন-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতি ম্যাক ১৬ এর সমপরিমাণ। ফলে যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়।
ক্ষেপণাস্ত্রের পাল্লা: ইয়েমেন এবং ইহুদিবাদী ইসরাইল কর্তৃক অধিকৃত ফিলিস্তিনি সীমান্তের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হচ্ছে ১,৮০০ কিলোমিটার। যদি ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনি ভূখণ্ডের গভীর অবস্থান থেকে নিক্ষেপ করা হয় এবং এটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে তবে ক্ষেপণাস্ত্রের পাল্লা অবশ্যই ২,০০০ কিলোমিটারের বেশি হতে হবে। এই দূরত্বের মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাবাহিনী যেটি সেন্টকম নামে পরিচিত তার অধীনে বিভিন্ন ধরনের পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার স্তর ভেদ করে এই ক্ষেপণাস্ত্রকে যেতে হয়।
ওজন: ২,০০০ কিলোমিটারের পাল্লাসহ ক্ষেপণাস্ত্রের ওজন ১৫ থেকে ২০ টনে পৌঁছানো উচিত। তবে প্রতিরোধকামী এই অক্ষ এই ক্ষেপণাস্ত্রের কাঠামো এবং জ্বালানি নির্মাণে ব্যবহৃত বস্তু সংস্কার করে এর ওজন ব্যাপকভাবে কমিয়েছে। ইয়েমেনের মাধ্যমে নিক্ষিপ্ত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ওজন ৪.৫ টন।
(ঢাকাটাইমস/৪ মে/আরজেড)

মন্তব্য করুন