বিটিআই সামার সেলস কার্নিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

রাজধানীর গুলশানে অবস্থিত বিটিআই ল্যান্ডমার্কে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ‘বিটিআই সামার সেলস কার্নিভ্যাল ২০২৫’। ৩ মে শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে রাজধানীর রিয়েল এস্টেট খাতে বিনিয়োগকারীদের জন্য ছিল নানান চমক।
এই কার্নিভ্যালের মূল আকর্ষণ হিসেবে বিটিআই ঢাকার বিভিন্ন লোকেশনে একইসঙ্গে ২০টি নতুন রেসিডেনশিয়াল প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অত্যাধুনিক নকশা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে আসা এই প্রকল্পগুলো ঢাকার আবাসন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে বিনিয়োগের সুযোগ, আর্কিটেকচারাল ধারণা, ভূমিকম্প ও অগ্নি নিরাপত্তা বিষয়ে আলোচনা উপস্থাপন করেছেন দেশের খ্যাতনামা বিশেষজ্ঞরা।
প্যানেল ডিসকাশনে উপস্থিত ছিলেন বিডা ও বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মানসুর, দ্য ডেইলি স্টার এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ই কে আর্কিটেকটসের স্থপতি এহসান খান, নকশাবিদের স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার, প্র্যাক্সিস আর্কিটেকসের স্থপতি নাজলি হুসাইনসহ আরও অনেকে।
এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নতুন প্রজেক্টর উদ্বোধন এবং আলোচনা সভাগুলো ছাড়াও বিটিআই-এর নির্দিষ্ট কিছু প্রজেক্টের ওপর স্পেশাল অফার, তাৎক্ষণিক ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি সেকেন্ডারি প্রপার্টি কেনাবেচা কিংবা ভাড়ার জন্যে প্ল্যাটফর্ম এবং ‘হোম এন্ড ডেকোর’ প্রডাক্টের ওপর ডিস্কাউন্ট নেওয়ার সুযোগ পেয়েছেন।
অনুষ্ঠানে বিটিআই-এর হোম লোন পার্টনার ছাড়াও রিয়েল এস্টেট সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবাও উপস্থাপন করা হয়।
(ঢাকাটাইমস/৪ মে/আরজেড)

মন্তব্য করুন