পটুয়াখালীতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত

কর্মসংস্থান ব্যাংকের বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর অঞ্চলাধীন আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে শুক্রবার ব্যবসায়িক উন্নয়ন সভা পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, ঋণ আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মুহঃ আকতার হোসেন প্রধান এবং শৃঙ্খলা ও আপিল বিভাগের উপমহাব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে ঋণ বিতরণ, ঋণ আদায়, খেলাপি ঋণ আদায়, শ্রেণিকৃত ঋণ আদায়সহ আদায়যোগ্য ঋণের বিপরীতে আদায়ের হার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি নতুন নতুন বৈচিত্র্যময় খাতে ঋণ বিতরণের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টির জন্য পরামর্শ প্রদান করেন।
(ঢাকা টাইমস/০৩মে/এসএ)

মন্তব্য করুন