টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন, সহ-অধিনায়ক শেখ মেহেদী

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৫, ১৮:৫৭| আপডেট : ০৪ মে ২০২৫, ১৯:৩৭
অ- অ+

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু শান্ত মাঠের বাইরে থাকায় অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। এবার স্থায়ীভাবে সেই দায়িত্ব পেয়েছেন লিটন।

আর টি-টোয়েন্টি দলে আস্থার জায়গা হয়ে ওঠা অলরাউন্ডার শেখ মেহেদীকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব।

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য আজ দল ঘোষণা করেছে বিসিবি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটে তাদের কাঁধেই থাকছে নেতৃত্বভার।

লিটন দাস পিএসএল খেলতে গিয়ে অনুশীলনে আঙুলে চোট পেয়েছিলেন। তবে চোট থেকে সেরে উঠছেন তিনি। আগামীকাল শুরু করবেন স্কিল ট্রেনিং। আর আগামী ১২ মে পুরোদমে অনুশীলন শুরু করবেন এই ওপেনার- এমনটাই জানা গেছে বিসিবি সূত্রে।

আগামী ১৭ ১৯ মে সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এরপর সেখান থেকে পাকিস্তানে গিয়ে লাহোর এবং ফয়সালাবাদে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তানের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে লিটন দাসকে অধিনায়ক করে আজ ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

(ঢাকাটাইমস/০৪মে/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা উত্তরের যুবলীগ নেতা সফুর উদ্দিন গ্রেপ্তার
খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি: আমিনুল হক 
কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
রাজনৈতিক ঐকমত্য ছাড়া সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্ভব নয়: তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা