পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু

পঞ্চগড় সদর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে আবু দাউদ প্রধান ও সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন আরও দুজন। তারা হলেন- আওরঙ্গজেব ও রবিউল ইসলাম রবি।
শনিবার রাতে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
এদিন বিকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৭১০ জন ডেলিগেট ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন করে চারজন এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিন বেলা ১২টার সময় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। দ্বি বার্ষিক সম্মেলনটি উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু। সম্মেলনে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অডিটোরিয়াম চত্বরে উপস্থিত হয়।
প্রথম অধিবেশনে সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সেকেন্দার আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ও প্রধান বক্তা হিসেবে জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রমুখ বক্তব্য দেন।
উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আবু দাউদ প্রধান সভাপতি ও আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপরে ২০২০ সালে আনোয়ার হোসেনকে আহ্বায়ক ও সেকেন্দার আলীকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
(ঢাকা টাইমস/০৪মে/এসএ)

মন্তব্য করুন