ঢাকা উত্তরের যুবলীগ নেতা সফুর উদ্দিন গ্রেপ্তার

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৫৩নং ওয়ার্ডের নেতা মো. সফুর উদ্দিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার রাতে রাজধানীর উত্তরা থেকে ডিবি উত্তরা বিভাগের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
ডিবির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুষ্কৃতকারী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রাত ৯ টার দিকে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৫৩ নং ওয়ার্ডের যুবলীগের সক্রিয় নেতা সফুরকে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের একটি চৌকস দল গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামিকে কিছুক্ষণের মধ্যেই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকাটাইমস/০৪মে/এলএম/এমআর)

মন্তব্য করুন