বগুড়ায় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলার দেবডাঙ্গা মথুরাপাড়া যমুনার ঘাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘায় বড়ইতলী গ্রামের মৃত কার্তিক হালদারের ছেলে মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার আগে নিহত দুই ভাই যমুনা নদীতে মাছ ধরে দেবডাঙ্গা মাছের আড়তে মাছ বিক্রি করেন। এরপর বিকাল ৩টা নাগাদ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় তারা মাছের আড়তের নিচে যমুনা নদীর ঘাটে আগে থেকেই বেধে রাখা নৌকা ভালোভাবে বাধতে যায়। এমন সময় তাদের উপর বজ্রপাত পড়লে তারা পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিলুর ইসলাম বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ সেখানে যায়। পরে লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকা টাইমস/০৪মে/এসএ)

মন্তব্য করুন