এনসিপির বহিষ্কৃত তানভীরের দুর্নীতির অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৫, ১৯:০৩
অ- অ+

দুর্নীতির অভিযোগ ওঠার পর গাজী সালাউদ্দিন তানভীর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত হন। এবার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (৪ মে) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

গাজী সালাউদ্দিন তানভীর ছাড়াও অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে বলে জানান দুদক মহাপরিচালক।

এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কমিশন বাণিজ্যেরও অভিযোগ রয়েছে।

অন্তর্বর্তী সরকারের কোনো পদে না থেকেও গণঅভ্যুত্থানের প্রভাব খাটিয়ে সচিবালয়ে প্রবেশের পাস হাতিয়ে নেন গাজী সালাউদ্দিন তানভীর। এরপর নিয়মতি সচিবালয়ে গিয়ে তদবির বাণিজ্য করতেন বলে অভিযোগ। এনসিটিবিতে বই ছাপানোর সময় কোটি কোটি টাকার কমিশন বাণিজ্য করেন বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

দুর্নীতির অভিযোগ ওঠায় তানভীরসহ দুই উপদেষ্টার এপিএস-পিওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের সামনে গত সপ্তাহে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।

এরপর দুদক গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে তাদের দুর্নীতির বিষয়ে খোঁজখবর শুরু করে। এবার তাদের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানে নেমেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠার পর গত ২১ এপ্রিল দলের যুগ্ম সদস্য সচিব পদ থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক বহিষ্কার করে এনসিপি।

(ঢাকাটাইমস/৪মে/এমজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা উত্তরের যুবলীগ নেতা সফুর উদ্দিন গ্রেপ্তার
খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি: আমিনুল হক 
কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
রাজনৈতিক ঐকমত্য ছাড়া সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্ভব নয়: তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা