কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক স্বামী-স্ত্রী আহত

আকাশে উড়ে পাহাড়, সমুদ্র দেখার ইচ্ছা সবার। পাখির মতো উড়ে বেড়ানো সম্ভব প্যারাসেইলিংয়ের মাধ্যমে। বর্তমানে মানব এ ঘুড়ির জনপ্রিয়তা বেড়েছে। দেশের ভেতরে প্যারাসেইলিং করার চমৎকার ব্যবস্থা আছে একমাত্র কক্সবাজারের দরিয়ানগর সমুদ্র সৈকতে। বেশ কয়েক বছর ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যকটরা প্যারাসেইলিংয়ের আনন্দ নিচ্ছেন। এরকমই এক দম্পতি আনন্দের জন্য প্যারাসেইলিংয়ে উঠে দুর্ঘটনার শিকার হয়েছেন। কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক দম্পতি আহত হয়েছেন। ওই পর্যটক দম্পতি দুই পা এবং কোমরে আঘাত পেয়েছেন বলে প্রত্যক্ষদর্শী পর্যটকরা জানিয়েছেন।
মঙ্গলবার (২০ মে) দুপুরে কক্সবাজারের দরিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। ওই পর্যটক দম্পতি দুই পা এবং কোমরে আঘাত পেয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি বলেন, ‘দুপুরে দরিয়ানগর পয়েন্টে ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিং নিয়ম অমান্য করে একসঙ্গে দুজন নিয়ে প্যারাসেইলিং করেন। এ সময় ছিটকে গিয়ে দুজন আহত হন।
তিনি আরও বলেন, আমরা প্যারাসেইলিং পরিচালনার মালামাল জব্দ করেছি। তবে মালিক ও কর্মীরা পালিয়েছেন। কক্সবাজার প্যারাসেইলিং সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে ঘটনার পর প্যারাসেইলিং পরিচালনাকারীরা ওই দম্পতিকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন বলে জানা গেছে। তারা এখন কোথায় আছেন, তা জানতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি। কক্সবাজারের সব হাসাপাতাল-ক্লিনিকে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
(ঢাকাটাইমস/২১ মে/আরজেড)

মন্তব্য করুন