আগরতলায় মাছ রপ্তানি বন্ধ রাখলেন বাংলাদেশের ব্যবসায়ীরা 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ১২:২৭| আপডেট : ২১ মে ২০২৫, ১২:৩৪
অ- অ+

স্থলবন্দর দিয়ে বাংলাদেশের ছয়টি পণ্য আমদানি বন্ধ রাখার মাঝে এবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ রেখেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। তবে মাছ রপ্তানি বন্ধের সঙ্গে ভারতের নিষেধাজ্ঞার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন রপ্তানিকারকরা।

বন্দরের মৎস্য রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া আজ মাছ রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের এক্সপোর্ট পারমিট (ইএসপি) জটিলতার কারণে আজকে আমরা এ পথে আগরতলায় মাছ রপ্তানি করতে পারিনি। তবে আশা করছি সমস্যা সমাধান হলে আগামীকাল সকাল থেকে আবারও মাছ রপ্তানি স্বাভাবিক হবে।
প্রতিদিন গড়ে এক লাখ ডলারের ৩৫ থেকে ৪০ মে. টন মাছ ভারতে রপ্তানি করা হয়।

এদিকে ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে স্থলপথে ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতমুখী রপ্তানি বাণিজ্য কমে গেছে। আখাউড়া স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে বন্দর দিয়ে ভারতে ৪২৭ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৪৩০ টাকার পণ্য রপ্তানি হয়। আর চলতি অর্থবছরে গেল এপ্রিল পর্যন্ত রপ্তানি হয় ৪৫৩ কোটি ১ লাখ ৯৬ হাজার ৭৯৩ টাকার পণ্য। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল, তুলা, প্রক্রিয়াজাত খাবার, মেলামাইন সামগ্রী ও শুঁটকি।

প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন বরফায়িত মাছ, সিমেন্ট, ভোজ্য তেল, প্লাস্টিক, বর্জ্য তুলা ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, “আজকে সকাল থেকে মাছের কোনো গাড়ি বন্দরে আসেনি।”

(ঢাকাটাইমস/২১মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নেতৃত্বে শাকিল-অনিক
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং ইমার্জিং ক্রেডিট রেটিংয়ের মধ্যে চুক্তি 
মেঘনা ব্যাংকের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাউথইস্ট ব্যাংকের ডিএমডি হলেন রাশেদুল আমিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা