সিরাজগঞ্জে কৃষককে হত্যা করে গরু নিয়ে গেছে ডাকাতদল

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ১২:২১| আপডেট : ২১ মে ২০২৫, ১২:৩৬
অ- অ+

সিরাজগঞ্জের চৌহালীতে তারা মিয়া (৬৫) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু নিয়ে গেছে ডাকাতদল।

বুধবার রাত সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে উপজেলার ঘোড়যান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরের অস্থায়ী ঘরে এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা মিয়া মুরাদপুর কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে জমি চাষাবাদ ও গরু পালন করছিলেন। মঙ্গলবার রাতে ১০-১২ জন ডাকাত ওই অস্থায়ী ঘরে প্রবেশ করে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরবর্তীতে তারা তিনটি গরু লুট করে নৌকাযোগে পালিয়ে যায়।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ওই কৃষককে হত্যার পর অজ্ঞাত ডাকাতদল পাঁচটি গরু নিয়ে পালানোর চেষ্টা করলেও দুটি অন্যত্র পাওয়া গেছে।”

তিনি এখন ঘটনাস্থলেই রয়েছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২১মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক্সপ্রেসওয়েতে ডাকাতিকালে খেলনা পিস্তলসহ ভুয়া র‌্যাব আটক‎ ‎
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নেতৃত্বে শাকিল-অনিক
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং ইমার্জিং ক্রেডিট রেটিংয়ের মধ্যে চুক্তি 
মেঘনা ব্যাংকের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা