মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংবাদিকদের প্লট বরাদ্দের দুর্নীতির মামলা বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ১৪:১৩| আপডেট : ২১ মে ২০২৫, ১৫:১৪
অ- অ+

সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তৎকালীন গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন আপিল বিভাগ।

বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাদের সহায়তা করেন অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।

২০০৬ সালে গৃহায়ন কর্তৃপক্ষ রাজধানীর মিরপুর পল্লবীতে সাত একর জমির একটি প্লট সরকারি মূল্যে বরাদ্দ দেয় ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডকে। এ ঘটনায় দুর্নীতির অভিযোগ এনে শেখ হাসিনার আমলে ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় একটি মামলা দায়ের হয়। যেখানে আসামি করা হয় তৎকালীন গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস ও প্রতিমন্ত্রী আলমগীর কবীরকে।

(ঢাকাটাইমস/২১মে/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলকে লক্ষ্য করে আবারও জোরালো হামলা চালিয়েছে ইরান
ঢাকাসহ ৩ জেলা ও দায়রা জজ আদালতের বিচাররককে বদলি
চরকির অসৌজন্যমূলক আচরণ, বাচসাস-এর নিন্দা ও প্রতিবাদ
আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা