বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৫, ২৩:১৭
অ- অ+

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা করেছেন এক নারী।

মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ৮ এ মামলা করেন তিনি। এদিন বিচারক মো. শওকত আলী মামলার আবেদনটি গ্রহণ করে শাহবাগ থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের জুন মাসে একটি ফেসবুক গ্রুপে পাত্রী চেয়ে পোস্ট করার পর বাদীর সঙ্গে আসামির পরিচয় হয় এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

বাদীর অভিযোগ, আসামি তার পূর্ববর্তী বিয়ে ও সন্তান থাকার বিষয়টি গোপন রেখে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। পরে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তাদের এই সম্পর্ক দুই পরিবারের কাছেও সুপরিচিত ছিল এবং উভয়ের বাসায় অবাধ যাতায়াত ছিল। সর্বশেষ ৪ এপ্রিল বাদী আসামির বাসায় অবস্থান করেন এবং সেখানে বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক ঘটে।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে বাদী জানতে পারেন— আসামি ইতোমধ্যে অন্য এক নারীকে বিয়ে করেছেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় আসামি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং মামলা করলে নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।

প্রসঙ্গত, এএসপি নাজমুস শাকিব এর আগে তার প্রথম স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় কারাবরণ করেন এবং বর্তমানে তার বিরুদ্ধে বেশকিছু মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/২০মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য
৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ: মেধা তালিকায় নাম থাকলেও পদবঞ্চিত অনেকেই
ইসি পুনর্গঠনের দাবিতে বুধবার নির্বাচন ভবনের সামনে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা