বেতন-ভাতার দাবিতে কাকরাইল মোড় অবরোধ গাজীপুর-আশুলিয়ার ৯ গার্মেন্টসের শ্রমিকদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৫, ১৮:২৯
অ- অ+

বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে গাজীপুর ও আশুলিয়ার ৯টি গার্মেন্টসের শ্রমিকরা কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন।

মঙ্গলবার বিকাল তিনটার দিকে শ্রম ভবন থেকে মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাত্রা করলে পুলিশের বাঁধার মুখে তারা কাকরাইল মোড়ে অবস্থান নেন।

আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে রয়েছে— গাজীপুরের সিএনজেড গ্রুপের আটটি গার্মেন্টস ও আশুলিয়া অবস্থিত চেইন অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টসের কর্মীরা।

শ্রমিকরা জানান, গার্মেন্টস নয়টি দীর্ঘ সময় ধরে তাদের বেতন বন্ধ রেখেছে। এতে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বেশিরভাগ কর্মীরা টানা তিন মাসের বাসা ভাড়া দিতে পারেননি। এছাড়াও, বিভিন্ন দোকানের বাকি পরিশোধ করতে পারছেন না তারা। ফলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মার্চ করতে বাধ্য হয়েছেন তারা।

শ্রমিকরা আরও জানান, গত দুই সপ্তাহ ধরে শ্রম ভবনে অবস্থান কর্মসূচি পালন করলেও সরকার থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ন্যায্য বেতন ভাতা পরিশোধ না করা পর্যন্ত কাকরাইল মোড়েই অবস্থান করবেন তারা। এ সময় বেতন-ভাতা পরিশোধে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও কামনা করেন তারা।

(ঢাকাটাইমস/২০মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রকল্প কাজের কারণে ৫ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যে তিন জেলা
থাইল্যান্ড-কম্বোডিয়ার শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মতি, মধ্যস্থতায় মালয়েশিয়া
লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
ঐকমত্য না হওয়ায় জুলাই সনদ আটকে আছে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা