৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশক্রমে ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের মধ্যে ১৬২ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত এসব চাকরি প্রত্যাশীকে নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১ জুন সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়-বিভাগ কর্তৃক নির্ধারিত কার্যালয়ে প্রার্থীদের যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
প্রজ্ঞাপনে দেখা গেছে, বিসিএস প্রশাসন ক্যাডারের সহকারি কমিশনার ২৪ জন, পররাষ্ট্র ক্যাডারে ১ জন, পুলিশ ক্যাডারে ৭ জন, নিরীক্ষা ও হিসাব একজন, কর ক্যাডারে ৪ জন, শুল্ক ও আবগারি ক্যাডারে ৩ জন, সমবায় ক্যাডারে ৩ জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে ১ জন, তথ্য ক্যাডারে ১ জন, খাদ্য ক্যাডারে ৩ জন, পরিসংখ্যান ক্যাডারে ১ জন, রেলওয়ে প্রকৌশল ক্যাডারে ৩ জন, সড়ক ও জনপথ ক্যাডারে ১ জন, তথ্য (সহকার বেতার প্রকৌশলী) ক্যাডারে ৪ জন, জনস্বাস্থ্য প্রকৌশলী ২ জন, মৎস্য ক্যাডারে ৫ জন, পশুসম্পদ ক্যাডারে ভেটেরিনারি ৭ জন ও হাঁস-মুরগি উন্নয়ন কর্মকর্তা ৩ জন, কৃষি ক্যাডারে ১৫ জন, স্বাস্থ্য (ডেন্টাল) ৪ জন, খাদ্য (সহকারী রক্ষণ প্রকৌশলী) ২ জন, গণপূর্ত ১ জন, সাধারণ শিক্ষা (প্রভাষক-বাংলা) ৪ জন, ইংরেজি ৮ জন, রাষ্ট্রবিজ্ঞান ১ জন, দর্শন ৩ জন, অর্থনীতি ৩ জন, প্রাণিবিদ্যা ৩ জন, ইতিহাস ১ জন, সমাজ কল্যাণ ১ জন, রসায়ন ৪ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ জন, পদার্থবিদ্যা ৬ জন, উদ্ভিদবিদ্যা ৬ জন, সমাজবিজ্ঞান ৫ জন, গণিত ১ জন, ভূগোল ১ জন, হিসাব বিজ্ঞান ৩ জন, ব্যবস্থাপনা ৮ জন, পরিসংখ্যান ১ জন এবং কারিগরি শিক্ষায় ২ জন নিয়োগ পেয়েছেন।
উল্লেখ্য, ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বর। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। ভেরিফিকেশন শেষে ৯৯ জনকে বাদ দিয়ে গত বছরের ১৫ অক্টোবর ২ হাজার ৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এরপর ৩০ ডিসেম্বর ওই প্রজ্ঞাপন বাতিল করে প্রথম সুপারিশকৃত ২ হাজার ১৬৩ প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগের দ্বিতীয় প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর থেকেই গেজেটভুক্ত করার দাবিতে গত জানুয়ারি মাস থেকে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও অনশন করে আসছেন বাদ পড়া প্রার্থীরা।
(ঢাকাটাইমস/২০মে/এমআর)

মন্তব্য করুন