কুষ্টিয়ায় ড্রাম ট্রাক ও দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৫, ২০:২৭
অ- অ+

কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বালু বোঝাই ড্রাম ট্রাক ও দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার বেলা ৩টায় জেলার মিরপুর উপজেলার বিজিবি সেক্টর সংলগ্ন যোগীপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হচ্ছে— কুষ্টিয়ার সদর উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার ফরিদ উদ্দিন এর ছেলে রাব্বি (৩৫) ও একই এলাকার বাবলুর ছেলে তুষার (৪২)। এছাড়াও এ ঘটনায় প্রশান্ত ও পরিমল নামের আরও দুজন আহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর বিজিবি সেক্টর থেকে ১০০ গজ পূর্বে যোগীপোল নামক স্থানে কুষ্টিয়া থেকে মেহেরপুর অভিমুখী বালি বোঝাই একটি ড্রাম ট্রাক ও মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই একটি মোটরসাইকেল চূর্ণ-বিচূর্ণ হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিক মিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা পালসার মোটরসাইকেলের দুই জন আরোহীকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও হাঙ্ক মোটরসাইকেলের দুই আরোহীকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাদেরও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে। পরে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তুষার ও রাব্বি নামে দুইজন ব্যক্তি নিহত হয়। এছাড়াও হাসপাতালে দুইজন চিকিৎসা নিচ্ছে বলেও জানা যায়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যাওয়ার খবর পেয়েছি। বর্তমানে ড্রাম ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

(ঢাকাটাইমস/২০মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা
৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ: মেধা তালিকায় নাম থাকলেও পদবঞ্চিত অনেকেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা