সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনা করা হচ্ছে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৫, ১৯:৫৮
অ- অ+

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদ ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের পৃথক দুটি বৈঠকে সভাপতিত্ব শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘মহার্ঘ ভাতা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।’ তবে মহার্ঘ ভাতার হার কেমন হবে সে বিষয়ে কিছু বলেননি অর্থ উপদেষ্টা।

ড. সালেহউদ্দিন জানান, ‘আমি এ বিষয়ে একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা কাজ শেষ হলে মতামত দেবে। মহার্ঘ ভাতা দেওয়ার সম্ভাবনা মোটামুটি আছে, তবে বাজেটে কী পরিমাণে দেওয়া সম্ভব, তা নির্ধারণে কিছুটা সময় লাগবে।’

বাংলাদেশি কিছু পণ্যের ওপর ভারতের আমদানি নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে।’

সম্প্রতি ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশি কিছু পণ্যের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

এ ছাড়া, এনবিআরকে দুটি আলাদা বিভাগে ভাগ করার অধ্যাদেশ কার্যকর হওয়ায় রাজস্ব কর্মকর্তাদের অবস্থান প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, ‘এ বিষয়ে সরকারের নতুন করে কিছু বলার নেই।’

(ঢাকাটাইমস/২০মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা
৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ: মেধা তালিকায় নাম থাকলেও পদবঞ্চিত অনেকেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা