ঢাকা রেঞ্জে বদলি-পদায়ন নিয়ে প্রতারণার অভিযোগ, সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৫, ১৮:১৬
অ- অ+

ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন পদবির পুলিশ সদস্যদের বদলি-পদায়নের আর্থিক লেনদেনের প্রস্তাব দিয়ে প্রতারণা করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার ঢাকা রেঞ্জ ডিআইজির দপ্তর থেকে পাঠানো এর সতর্কবার্তায় একথা বলা হয়।

সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি ঢাকা রেঞ্জ ডিআইজির সাথে পরিচয়ের কথা বলে কিছু ব্যক্তি বিভিন্ন পদবির পুলিশ সদস্যদের নিকট তাদের চাহিত ইউনিটে পদায়নের নামে আর্থিক লেনদেন করছেন বলে তথ্য পাওয়া গেছে। বর্তমানে সর্বোচ্চ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে ঢাকা রেঞ্জের ইউনিটসমূহে বিভিন্ন পদবির পুলিশ সদস্যদের বদলি ও পদায়ন করা হচ্ছে।

অতএব, এক্ষেত্রে কারো সাথে আর্থিক লেনদেন পরিহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। একইসাথে, ঢাকা রেঞ্জের আওতাধীন কোন ইউনিটে বদলি ও পদায়নের জন্য কারো প্রলোভনে প্রতারিত না হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটস্থ থানায় হস্তান্তরের জন্য বলা হলো।

এতে আরও বলা হয়, ঢাকা রেঞ্জ ডিআইজির সাথে পরিচয়ের কথা বলে কোন ব্যক্তির সাথে আর্থিক লেনদেন করে প্রতারিত হলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তাবে। বর্ণিত বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বনের জন্য ঢাকা রেঞ্জ ডিআইজির দপ্তর থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হলো।

(ঢাকাটাইমস/২০মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা
৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ: মেধা তালিকায় নাম থাকলেও পদবঞ্চিত অনেকেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা