গেন্ডারিয়ায় বিপুল বিদেশি মদ-বিয়ারসহ মাদক কারবারি আটক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৫, ১৮:৪৩| আপডেট : ২০ মে ২০২৫, ১৯:১১
অ- অ+

রাজধানীর গেন্ডারিয়া থেকে ১৪৫ বোতল বিভিন্ন ব্যান্ডের বিদেশি মদ ও ১০৬ ক্যান বিয়ারসহ একজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক মাদক কারবারির নাম, মো. সজল ৩৪।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো. দক্ষিণ কার্যালয়ের সূত্রাপুর সার্কেলের একটি দল মাদকসহ সজলকে আটক করে।

এদিন সন্ধ্যায় ডিএনসির ঢাকা মেট্রো. দক্ষিণ কার্যালয়ের উপ-পরিচালক মো. মনজুরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকালে গেন্ডারিয়া থানাধীন ৪৯ শরাফৎগঞ্জের বসতঘরে অভিযান চালায় ডিএনসির সূত্রাপুর সার্কেলের একটি দল। এসময় বাসাটি থেকে ১০৬ ক্যান বিয়ার ও ১৪৫ বোতল বিভিন্ন ব্যান্ডের বিদেশি মদসহ সজলকে আটক করা হয়।

তিনি জানান, উদ্ধারকৃত মদ-বিয়ার ও আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২০মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাম্য হত্যার বিচার না হলে সারা দেশ অচল করে দেওয়া হবে, হুঁশিয়ারি ছাত্রদলের 
ঝালকাঠিতে সার্ভেয়ারকে পিটিয়ে হত্যার অভিযোগ চাচাতো ভা্ইয়ের বিরুদ্ধে
বায়রা সদস্যদের ওপর হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবি
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু, মারা গেছে তিনটি গরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা