গেন্ডারিয়ায় বিপুল বিদেশি মদ-বিয়ারসহ মাদক কারবারি আটক

রাজধানীর গেন্ডারিয়া থেকে ১৪৫ বোতল বিভিন্ন ব্যান্ডের বিদেশি মদ ও ১০৬ ক্যান বিয়ারসহ একজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক মাদক কারবারির নাম, মো. সজল ৩৪।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো. দক্ষিণ কার্যালয়ের সূত্রাপুর সার্কেলের একটি দল মাদকসহ সজলকে আটক করে।
এদিন সন্ধ্যায় ডিএনসির ঢাকা মেট্রো. দক্ষিণ কার্যালয়ের উপ-পরিচালক মো. মনজুরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকালে গেন্ডারিয়া থানাধীন ৪৯ শরাফৎগঞ্জের বসতঘরে অভিযান চালায় ডিএনসির সূত্রাপুর সার্কেলের একটি দল। এসময় বাসাটি থেকে ১০৬ ক্যান বিয়ার ও ১৪৫ বোতল বিভিন্ন ব্যান্ডের বিদেশি মদসহ সজলকে আটক করা হয়।
তিনি জানান, উদ্ধারকৃত মদ-বিয়ার ও আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকাটাইমস/২০মে/এলএম/এমআর)

মন্তব্য করুন