ঝালকাঠিতে সার্ভেয়ারকে পিটিয়ে হত্যার অভিযোগ চাচাতো ভা্ইয়ের বিরুদ্ধে

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৫, ২১:৫১
অ- অ+

ঝালকাঠিতে জমিসংক্রান্ত বিরোধে চাচাতো ভাই সার্ভেয়ারকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত সমির মল্লিকের স্ত্রী রুমা বেগম বলেন, চাচাতো ভাই বাবুল মল্লিকের সাথে সমিরের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বাবুল মল্লিক বিরোধীয় জমিতে চলাচলের পথ আটকিয়ে বেড়া দিতে গেলে সমির মল্লিক এতে বাধা দেন। এ সময় তাকে পিটিয়ে ফেলে রেখে যান বাবুল মল্লিক। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো সানি বলেন, সমির মল্লিককে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতের ঘোষণা দেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২০মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা
৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ: মেধা তালিকায় নাম থাকলেও পদবঞ্চিত অনেকেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা