স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের ফ্ল্যাট-প্লট-জমি ক্রোকের আদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৫, ১৯:০২
অ- অ+

পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ ও ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফতের নামে থাকা ফ্ল্যাট এবং জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

এসব সম্পদের মধ্যে রয়েছে—নাফিজ সরাফতের নামে থাকা ৬টি ফ্ল্যাট ও একটি ফ্ল্যাটের অর্ধেক, একটি বিশ তলা ভবনসহ দুইটি বাড়ি, ৪টি প্লট ও ৪টি নাল ও চালা জমি। তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদের নামে থাকা ৫টি ফ্লাট এবং তিনটি উচু নাল ও চালা জমি। এছাড়া তার ছেলে সাফওয়ানের নামে থাকা ৭টি ফ্ল্যাট। এসব সম্পত্তি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে অবস্থিত।

মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আবেদনে বলা হয়, চৌধুরী নাফিজ সরাফত ও অন্যান্যদের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি, ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সাথে প্রতারণা ও নিজেদের মাধ্যমে একে অপরের যোগসাজশে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতসহ মানিলন্ডারিংয়ের অভিযোগটি অনুসন্ধানাধীন। নাফিজ সরাফত, তার স্ত্রী ও তার পুত্রের নামে দেশের বিভিন্ন স্থানে স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া গেছে এবং তারা পলাতক রয়েছেন। এসব সম্পত্তিসমূহ হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার জন্য বিভিন্ন প্রচেষ্টা করছেন। অনুসন্ধানের স্বার্থে অভিযোগের সাথে সংশ্লিষ্ট নিম্নোক্ত স্থাবর সম্পত্তিসমূহ অবিলম্বে জব্দ করা আবশ্যক।

এর আগে ২২ জানুয়ারি নাফিজ সরাফতের আরব আমিরাতের দ্যা সিগনিসার ভবনে তিন রুমের একটি ও দামাক হিল ভবনের পাঁচ রুমের একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। গত ৭ জানুয়ারি চৌধুরী নাফিজ সরাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ, ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাতের রাজধানীর বিভিন্ন জায়গায় থাকা ১৮টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

(ঢাকাটাইমস/২০মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বায়রা সদস্যদের ওপর হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবি
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু, মারা গেছে তিনটি গরু
এক কার্গো এলএনজি, ৭০ হাজার টন সার কিনবে সরকার
অবৈধ লেনদেনের অভিযোগে চবির ডেপুটি রেজিস্ট্রার বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা