ঢাকা থেকে ওড়ার পরই তার্কিশ এয়ারলাইন্সের উড়োজাহাজে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৫, ০৯:৪০
অ- অ+

ঢাকা থেকে উড্ডয়ন করা তার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে আগুন ধরার ঘটনা ঘটেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে পাইলট উড়োজাহাজটি জরুরি অবতরণ করেন। উড়োজাহাজটিতে ২৯০ জন যাত্রী ছিলেন।

মঙ্গলবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, তার্কিশ এয়ারলাইন্সের টিকে৭১৩ ফ্লাইটটি (এয়ারবাস এ৩৩০-৩০৩) মঙ্গলবার সকাল ৭টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৯০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় একটি ইঞ্জিনে (উড়োজাহাজে দুটি ইঞ্জিন থাকে) স্পার্ক দেখতে পান পাইলট। এরপর দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন তিনি। এ অবস্থায় প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সোয়া ৮টায় জরুরি অবতরণ করেন।

বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীদের উড়োজাহাজ থেকে অফলোড করা হয়েছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের হোটেলে নিয়ে যাচ্ছে।

(ঢাকাটাইমস/২০মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সং‌র‌ক্ষিত নারী আসনের সাবেক এম‌পি লায়লা পারভীন‌ গ্রেপ্তার 
সৌদি আরবে আরও এক হজযাত্রীর মৃত্যু
বেনাপোল সীমান্ত থেকে ২ কোটি  টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নারী নির্যাতনের মামলায় কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা