সৌদি বাদশাহ সালমানের খরচে এক হাজার ফিলিস্তিনিকে হজের আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৫, ০৯:২৪| আপডেট : ২০ মে ২০২৫, ১১:১৮
অ- অ+

ইসরাইলের সাথে সংঘর্ষে প্রিয়জনদের হারিয়েছেন এমন এক হাজার ফিলিস্তিনিকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের খরচে এ বছর হজ পালনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ইসরাইলি অভিযানে যাদের আত্মীয়স্বজন আটক বা আহত হয়েছেন, তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে এ বছর হজ অনুষ্ঠিত হবে ৫ অথবা ৬ জুন।

চলতি বছরের হজ পালনের জন্য এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি জানায়, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সোমবার (১৯ মে) এ আমন্ত্রণের নির্দেশ দিয়েছেন।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি আহত ফিলিস্তিনিদেরও বিনা খরচে হজ পালনের সুযোগ দেওয়া হয়েছে। এই হজের সমস্ত খরচ সৌদি বাদশাহ নিজেই বহন করবেন।

সৌদি ইসলামী বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বাদশাহ সালমানের নির্দেশে তারা ফিলিস্তিনি হজযাত্রীদের হজ পালনের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা তৈরির কাজ শুরু করেছে। এই উদ্যোগ বাস্তবায়ন করবে সৌদি আরবের ইসলামী অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ বিভাগ।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলার ফলে গাজা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার ৯০ শতাংশ জনগণ এখন বাস্তুচ্যুত। হামাস নিধনের নামে শরণার্থী শিবির, হাসপাতাল, মসজিদ এমনকি ত্রাণের গাড়িও আক্রমণের শিকার হচ্ছে।

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে, যার বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৩৪ জনে পৌঁছেছে। খাদ্য ও পানির অভাবে বহু মানুষ মারা যাচ্ছেন।

হামাসকে জিম্মিদের মুক্তি দিতে চাপ দেওয়ার জন্য মার্চের শুরু থেকেই ইসরাইল গাজায় চিকিৎসা, খাদ্য এবং জ্বালানি সরবরাহের প্রবেশ বন্ধ করে দিয়েছে এবং সমগ্র গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়া এবং সাহায্য নিয়ন্ত্রণের পরিকল্পনা অনুমোদন করেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছেন।

(ঢাকাটাইমস/২০ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সং‌র‌ক্ষিত নারী আসনের সাবেক এম‌পি লায়লা পারভীন‌ গ্রেপ্তার 
সৌদি আরবে আরও এক হজযাত্রীর মৃত্যু
বেনাপোল সীমান্ত থেকে ২ কোটি  টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নারী নির্যাতনের মামলায় কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা