হামলা-লাঞ্ছনা, অতঃপর পুলিশের হস্তক্ষেপে বায়রার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৫, ১৮:১৬| আপডেট : ১৯ মে ২০২৫, ১৮:৩৩
অ- অ+

হামলা-লাঞ্ছনা ও মারপিটের প্রায় তিন ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) একাংশ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার সাম্প্রতিক মালয়েশিয়া সফরে সিন্ডিকেটের বদলে সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার প্রস্তাবকে স্বাগত জানিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

পূর্বঘোষণা অনুযায়ী সংবাদ সম্মেলন করতে আজ সকাল ১১টার দিকে ডিআরইউর সাগর-রুনি হলে হাজির হন আয়োজকরা। বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজ উল ইসলাম ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামসহ সংগঠনটির বেশ কয়েকজন সিনিয়র সদস্য উপস্থিত হন।

তবে ১১টার কিছুক্ষণ পর হইচই শুরু হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে। এরপর সিনিয়র সহসভাপতি রিয়াজ উল ইসলাম ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম, বায়রার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিয়াজ উল ইসলাম ও সাবেক ইসি সদস্য মোস্তফা মাহমুদের সঙ্গে অ্যাডভোকেট সাজ্জাদ ও আতিক গ্রুপের সদস্যরা তর্কে জড়ান। একপর্যায়ে তর্কবিতর্ক হাতাহাতিতে রূপ নেয়। এসময় সাগর-রুনি হল ও অফিস কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।

একপর্যায়ে বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামসহ বেশ কয়েকজন সাগর-রুনি হল থেকে দৌড়ে বের হয়ে অন্যদের সহায়তায় ক্র‍্যাব কার্যালয়ে প্রবেশ করেন ।

সাজ্জাদ গ্রুপের লোকজন অভিযোগ করেন, তাদের সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হলেও পরে সেখানে ঢুকতে দেয়া হচ্ছিল না।

অন্যদিকে সংবাদ সম্মেলনের আয়োজকরা জানান, মালয়েশিয়ার শ্রমবাজার কুক্ষিগত করে রাখার সিন্ডিকেট চক্রের সমর্থকরা সংবাদ সম্মেলন পণ্ড করতে চেয়েছিল।

খবর পেয়ে রমনা জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মুনসুরসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং ডিআরইউর নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের মধ্যস্থতায় পরে সংবাদ সম্মেলন শেষ করার সিদ্ধান্ত হয়।

এরপর দুপুর ২টা ২০ মিনিটের দিকে সাগর-রুনি হলে সংবাদ সম্মেলনে বসেন বায়রার সিনিয়র সহসভাপতি রিয়াজ উল ইসলাম, বায়রার সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক ইসি সদস্য মোস্তফা মাহমুদ ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম।

সংবাদ সম্মেলনের শুরুতেই বহিরাগতদের এনে বায়রার সিনিয়র সদস্যদের ওপর হামলা ও ডিআরইউর মতো জায়গায় এমন ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানান বায়রার সিনিয়র সহসভাপতি রিয়াজ উল ইসলাম। এ সময় দীর্ঘদিনের পথচলার এই সংগঠন থেকে অব্যাহতি নেওয়ার কথাও জানান তিনি।

বায়রার জ্যেষ্ঠ সদস্য ও সংগঠনের সাবেক ইসি সদস্য মোস্তফা মাহমুদ তাকে লাঞ্ছিত করার কথা তুলে ধরে এর সাথে জড়িতদের বিচারের দাবি জানান। হামলাকারীরা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট চক্রের সদস্য বলেও অভিযোগ করেন তিনি।

বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম দ্রুত মালেয়শিয়ার শ্রমবাজার বাংলাদেশের কর্মীদের জন্য উন্মুক্ত করার দাবি জানান। তিনি বলেন, অতীতের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে। তাই এখন আর কেউ আগের অনিয়ম-দুর্নীতি দেখতে চায় না। মালয়েশিয়ায় জনশক্তি পাঠাতে অন্তর্বর্তী সরকার যদি আবারো সিন্ডিকেট প্রথার অনুমোদন দেয় তাহলে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।

এ সময় গত সরকারের আমলে বৈষম্যের শিকার সব রিক্রুটিং এজেন্সি ও বিদেশগামীদের নিয়ে সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান ফখরুল ইসলাম।

তিনি বলেন, সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সিন্ডিকেটের বদলে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার প্রস্তাব দিয়ে এসেছেন। এ কারণে উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এদিকে বায়রার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় ডিআরইউ এবং ক্র্যাব কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় সাজ্জাদ গ্রুপের সদস্যরা ডিআরইউকে ২ লাখ এবং ক্র্যাবকে ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হন।

(ঢাকাটাইমস/১৯মে/এলএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের কেনাকাটায় ‘দুর্বার’ ফ্যাসিবাদ আমলের ঠিকাদাররা, আর কত?
ফারিয়া গ্রেপ্তারের ঘটনা গণহত্যার বিচার প্রক্রিয়াকে লঘু করছে: এনসিপি
নুসরাত ফারিয়া কাশিমপুর কারগারে সাধারণ বন্দির সেলে
নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে নেবার কৌশল: ববি হাজ্জাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা