বৃষ্টি উপেক্ষা করে নগর ভবন ব্লকেড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৫, ১৬:১৫| আপডেট : ১৯ মে ২০২৫, ১৮:১৩
অ- অ+

বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চার দিন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের পর আজ সোমবার নগর ভবন ব্লকেড করেছে তার অনুসারী আন্দোলনকারীরা। মূল ফটক আটকে এই কর্মসূচির কারণে ডিএসসিসিরসব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

সোমবার (১৯ মে) সকাল থেকে ঢাকাবাসীর ব্যানারে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। তাদের ব্লকেডে থমকে যায় নগর ভবন এবং এখানকার সব সেবা কার্যক্রম। ভেতরে ঢুকতে পারছেন না সেবাগ্রহীতার।

আজ পঞ্চম দিনের মতো অবরুদ্ধ আছে নগর ভবন। নগর ভনের মূল ফটকসহ অন্যান্য সব বিভাগের গেটে তালা লাগিয়ে রেখেছেন করপোরেশনের ইশরাকপন্থি কর্মকর্তা-কর্মচারীরা।

নগরভবনের সামনে অবস্থানকারী বিক্ষোভকারীরা বলেন, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি করেন, যত দিন ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো না হবে, তত দিন তারা একইভাবে নগর ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে গত শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ইশরাক হোসেন বলেন, ‘নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা আদালত অবমাননা করছেন।’

গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপির নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। এরপর তাকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

(ঢাকাটাইমস/১৯মে/জেবি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের কেনাকাটায় ‘দুর্বার’ ফ্যাসিবাদ আমলের ঠিকাদাররা, আর কত?
ফারিয়া গ্রেপ্তারের ঘটনা গণহত্যার বিচার প্রক্রিয়াকে লঘু করছে: এনসিপি
নুসরাত ফারিয়া কাশিমপুর কারগারে সাধারণ বন্দির সেলে
নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে নেবার কৌশল: ববি হাজ্জাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা