প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে দেশব্যাপী ডাটা সংগ্রহ শুরু, রংপুর সেবাকেন্দ্রে পরিদর্শন টিম

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৫, ১৮:৪২
অ- অ+

প্রতিবন্ধী উন্নয়নে দেশব্যাপী মাঠপর্যায়ে সরেজমিন পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট। সোমবার দুপুরে রংপুর নগরী সেন্ট্রাল রোডে অবস্থিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে Collaboration LAB Project-এর পক্ষে তথ্য সংগ্রহ করেন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট মবিনুর রহমান। এ সময় তাকে সহায়তা করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা। উপস্থিত ছিলেন ঢাকা টাইমসের ব্যুরো প্রধান রেজাউল ইসলাম বাবু।

পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে রংপুর এসএসকের সার্বিক কার্যক্রম তুলে ধরে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা জানান, বর্তমানে কেন্দ্রটিতে প্রতিবন্ধী স্কুল, ফিজিওথেরাপিসহ বেশ কয়েকটি সেবা কার্যক্রম চালু রয়েছে। তবে জনবল সেরকম না থাকায় সেবা কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে। এছাড়াও সেবা জনগণের মাঝে ছড়িয়ে দিতে প্রয়োজন প্রচার-প্রচারণা। আধুনিক ও সময়োপযোগী সেবা নিশ্চিত করতে প্রয়োজন দক্ষ জনবল এবং পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা। প্রতিবন্ধী শিশুদের জন্য প্রতিষ্ঠিত স্কুলটিত পর্যাপ্ত শিক্ষা উপকরণ সরবরাহও জরুরি বলে জানানো হয় পর্যবেক্ষণে।

তিনি আরও জানান, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কিছু সহায়ক যন্ত্রপাতি ও সরঞ্জাম থাকলেও নেই প্রশিক্ষিত জনবল। টেকনিশিয়ান না থাকায় নষ্ট হচ্ছে দামী যন্ত্রপাতি। তাই দক্ষ জনবলের বিষয়ে এ সময় সুপারিশ তুলে ধরা হয়। অবকাঠামোগত দিকেও কিছু উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানানো হয়। বর্তমানে প্রতিবন্ধীবান্ধব প্রবেশপথ, র‍্যাম্প এবং হুইলচেয়ার-সুবিধাযুক্ত টয়লেট আংশিকভাবে থাকলেও সেগুলোর মানোন্নয়ন জরুরি।

পরিদর্শনের অভিজ্ঞতা সম্পর্কে মবিনুর রহমান জানান, বিডিডিটি সারাদেশের ৩২টি এসএসকে পরিদর্শন ও তথ্য সংগ্রহ করবে, যার অংশ হিসেবেই রংপুর কেন্দ্রটি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করা হলো। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে ভবিষ্যৎ বিভাগীয় পর্যায়ে গোলটেবিল বৈঠকের মাধ্যমে প্রস্তাবনাগুলো সরকারকে প্রস্তাব আকারে পেশ করা হবে।

(ঢাকা টাইমস/১৯মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফারিয়া গ্রেপ্তারের ঘটনা গণহত্যার বিচার প্রক্রিয়াকে লঘু করছে: এনসিপি
নুসরাত ফারিয়া কাশিমপুর কারগারে সাধারণ বন্দির সেলে
নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে নেবার কৌশল: ববি হাজ্জাজ
নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র চলছে: মোস্তফা জামান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা