টঙ্গীতে প্রতিবন্ধী তরুণীকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা 

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৫, ১৫:০৩| আপডেট : ১৯ মে ২০২৫, ১৫:২২
অ- অ+

টঙ্গীতে রাবেয়া সাবরিন লিখন (২৫) নামে এক প্রতিবন্ধী তরুণীকে হাত, পা ও মুখ বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টার মধ্যে টঙ্গীর উত্তর আরিচপুর গাজী বাড়ি পুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রাবেয়া সাবরিন লিখন পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার উত্তর পটখালি গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে। তিনি টঙ্গীর গাজী বাড়ি পুকুর পাড়ের উত্তর-পশ্চিম পাড়ে জনৈক গোলাম মোস্তফার মালেক মঞ্জিলের দোতলায় একটি রুমে ভাড়ায় থাকতেন। তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন টঙ্গী শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবরিন লিখন একটি রুমে একাই থাকতেন। অবিবাহিত হওয়ায় একা থাকলেও মাঝে মধ্যে তার মা বাসায় আসতেন। লিখন সকালে ঘুম থেকে উঠে ৬টার দিকে রান্না করে খেয়ে ৮টার দিকে অফিসে যেতেন। প্রতিদিনের মতো আজ সকালে ঘুম থেকে উঠে সাড়ে ৬টার দিকে রুমের বাইরে গণরান্না ঘরে রান্না বসান। সকাল সাড়ে ৯টার দিকে লিখনের রুমের বিপরীতে থাকা ভাড়াটিয়া সাদিয়ার কাছে বাড়ির মালিক গোলাম মোস্তফা ভাড়ার জন্য আসেন। এসময় সাদিয়ার স্বামী গার্মেন্টসে ছিলেন। মোস্তফা সাদিয়ার কাছে ভাড়া চাইতে গেলে সাদিয়া বাড়ির মালিককে জানায়, লিখনের রুমে বাইরে থেকে আটকানো ও রুমের বাইরে গণরান্না ঘরে খিচুড়ি পোড়ার গন্ধ আসছে। এসময় বাড়ির মালিক ও সাদিয়া লিখনের রুম আটকানো সিটকিনি খুলে দেখেন, লিখন হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উপুড় হয়ে পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ এসে জানায় লিখনকে হত্যা করা হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লিখনের হাত-পা বাঁধা ও খাটে উপুর হয়ে পড়ে আছে। ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় আছে। রুমের অবস্থা দেখে ধস্তাধস্তির আলামত পাওয়া যায়। ভিকটিমের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনাস্থলের বিপরীতে থাকা ভাড়াটিয়া সাদিয়া আক্তার জানান, বাড়ির মালিক তার কাছে ভাড়ার জন্য আসলে লিখনের রুম বাইরে থেকে বন্ধ ও রান্না ঘরে খিচুড়ি পোড়ার কথা জানান। এরপর মালিক ও সাদিয়া রুম খুললে লিখনকে হাত-পা বাঁধা অবস্থায় খাটে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন।

বাড়ির মালিক গোলাম মোস্তফা বলেন, ভাড়ার জন্য এসে তিনি এই খবর পান। দরজা খুলে দেখেন লিখন মৃত।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আলামত বলছে, প্রতিবন্ধী লিখনকে হাত, পা ও মুখ বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ধর্ষণ করা হয়েছে কি না তা ময়নাতদন্তের পর জানা যাবে।

(ঢাকাটাইমস/১৯মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪১০তম বোর্ড সভা অনুষ্ঠিত
সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
হামলা-লাঞ্ছনা, অতঃপর পুলিশের হস্তক্ষেপে বায়রার সংবাদ সম্মেলন
ইশরাককে  শপথ পড়ানো সম্ভব নয়, যদি...
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা