ভারতে পালানোর সময় বেনাপোলে যুবলীগ নেতা গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৫, ১৫:৫৩| আপডেট : ১৯ মে ২০২৫, ১৬:০৩
অ- অ+

ভারতে পালানোর সময় জামিল আহম্মেদ (৪২) নামে কেন্দ্রীয় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জামিল আহম্মেদ গাইবান্ধার গোবিন্দগঞ্জের জয়নাল আহম্মেদের ছেলে। তিনি কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, তাদের কাছে গোপন খবর ছিল বিস্ফোরক মামলার আসামি যুবলীগের কেন্দ্রীয় এক নেতা বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাবে। এমন খবরে বেনাপোল ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। এসময় ওই যুবলীগ নেতা পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশন অফিসারের ডেস্কে গেলে অনলাইনে তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

একপর্যায়ে স্বীকার করেন তিনি কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক। এছাড়া তিনি বিস্ফোরক মামলার আসামি। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে সেখান থেকে তাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করবে পোর্ট থানার পুলিশ।

(ঢাকা টাইমস/১৯মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে দেশব্যাপী ডাটা সংগ্রহ শুরু, রংপুর সেবাকেন্দ্রে পরিদর্শন টিম
স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪১০তম বোর্ড সভা অনুষ্ঠিত
সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
হামলা-লাঞ্ছনা, অতঃপর পুলিশের হস্তক্ষেপে বায়রার সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা