বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়লো

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ মে ২০২৫, ১৩:৪৪| আপডেট : ১৯ মে ২০২৫, ১৪:১৪
অ- অ+

আন্তর্জাতিক বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। নতুন করে বাণিজ্য উত্তেজনা ও ডলারের মান কমে যাওয়ায় বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পুনঃপ্রতিষ্ঠার হুমকি ও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনায় বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছে।

আন্তর্জাতিক বাজারে সোমবার (১৯ মে) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে প্রায় দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ২১৬ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ফিউচার মার্কেটেও প্রায় ১ শতাংশ বেড়েছে স্বর্ণের দর। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ২১৯ দশমিক ২০ ডলারে বিক্রি হচ্ছে।

মার্কিন-চীন বাণিজ্য অস্থিরতার মধ্যে গত শুক্রবার (১৬ মে) ২ শতাংশেরও বেশি দরপতনের মুখে পড়ে স্বর্ণের বাজার। যা গত নভেম্বরের পর সবচেয়ে খারাপ সপ্তাহ হিসেবে চিহ্নিত হয়। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ক্রেডিট রেটের ছন্দপতন ও বাজারের ঝুঁকি-মুক্তির প্রতিক্রিয়া স্বর্ণের দামে কিছুটা পরিবর্তন এনেছে।

গত মাসে যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের ওপর প্রায় একইরকম শুল্ক আরোপ করে। এর ফলে বাণিজ্য যুদ্ধ শুরু হয়, যা বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা বাড়িয়ে তোলে।

এদিকে বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ শনিবার (১৭ মে) ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা। রবিবার (১৮ মে) থেকে দেশের বাজারে নতুন এই দরে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা।

(ঢাকাটাইমস/১৯ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
হামলা-লাঞ্ছনা, অতঃপর পুলিশের হস্তক্ষেপে বায়রার সংবাদ সম্মেলন
ইশরাককে  শপথ পড়ানো সম্ভব নয়, যদি...
কুষ্টিয়ায় ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা