বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ২৯ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক। অপরজনের নাম দেলোয়ার। নিহত অপর ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।”
(ঢাকাটাইমস/১৯মে/এফএ)

মন্তব্য করুন