কুষ্টিয়ায় ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৫, ১৭:৫৮
অ- অ+

কুষ্টিয়ার কুমারখালীতে ইটবোঝাই ট্রাক্টরের চাপায় সুরুজ আহমেদ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরুজ আহমেদের বাড়ি একই উপজেলার লালন শাহ মাজার সংলগ্ন ছেউড়িয়া কারিগরপাড়া গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সুরুজ আহমেদ মোটরসাইকেলে কুমারখালী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ইটবোঝাই ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ও কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

দুর্ঘটনার বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ট্রাক্টরের চাপায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

(ঢাকা টাইমস/১৯মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানকে চীন সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ
সেন্টমার্টিনে সমস্যা নেই, সেখানে স্বাভাবিকভাবে মানুষ বসবাস করছে: কোস্ট গার্ড ডিজি
সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ছিল ‘সম্পূর্ণ ভিত্তিহীন আগ্রাসন’: পুতিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা