জাপান স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাপান শাখার উদ্যোগে তারুণ্যের অধিকার আদায়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রবিবার জাপানের টোকিওর ওজি হকতপিয়া হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) নাসির উদ্দিন আহমেদ শাহীনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আসলাম ফকির লিটনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম হোসেন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান জাহিন।
এছাড়াও জাপান স্বেচ্ছাসেবক দলের মো. মোস্তাফিজুর রহমান জনি, সাজ্জাদ শাহরিয়ার, ওমর ফারুক রিপন, টুটুল ইব্রাহিম, ফরহাদ প্রিন্স চৌধুরী, নয়ন খান, আরমান ভুইয়া, সোহাগ হোসেন, আনোয়ার হোসেন রনি, নাহিদ কামাল, জোবায়ের সানী, নাজিম উদ্দিন, নাফিস বাবু, মারুফ হোসেন, এসআই জুয়েল, সাদ্দাম রাজ, আশিক, নুর খান, তরিকুল ইসলাম তরু, ফারুক ওমর, মো. আশিকুর রহমান, মো. মনিরুজ্জামান, লিটন মাহমুদ, মাহবুব সরকার, ইয়াসিন সরকার, মিজানুর রাহমান শাকিল, তামিম ইসলাম, রুবেল হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি, সিনিয়র সহসভাপতি আলমগীর মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, জাপান বিএনপির উপদেষ্টা কাজী এনামুল হক, মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল সালাহউদ্দিন, দপ্তর সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সদস্য মো. হোসেন হায়দার।
আলোচনা সভায় বক্তারা অনতিবিলম্বে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
(ঢাকা টাইমস/১৯মে/জেবি/এসএ)

মন্তব্য করুন