অস্বচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা কাজী বাসিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৫, ২০:১৪
অ- অ+

আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক কাজের দৃষ্টান্ত রেখে যাচ্ছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কুড়িগ্রাম জেলা থেকে ভর্তি হতে আসা এক মেধাবী শিক্ষার্থী অর্থাভাবে ভর্তির অনিশ্চয়তায় পড়লে, তার দায়িত্ব নেন এই ছাত্রনেতা। তৃতীয় মেধাতালিকায় সুযোগ পেয়েও ভর্তি ফি জোগাড় করতে না পারায় দিশেহারা হয়ে পড়ে কুড়িগ্রাম থেকে আসা ওই শিক্ষার্থী। বিষয়টি ছাত্রদল নেতা বাসিতের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে ভর্তির সম্পূর্ণ দায়িত্ব নেন। তার এই সহযোগিতায় শিক্ষার্থীটি এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেল।

জানা গেছে, এরআগেও কাজী জিয়া উদ্দিন বাসিত অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে একাধিকবার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। শুধু সংগঠনের দায়িত্ব পালন নয়, ব্যক্তি উদ্যোগে অসংখ্য শিক্ষার্থীকে নানা সময়ে আর্থিক সহায়তা দিয়ে পড়ালেখা চালিয়ে যেতে সহায়তা করেছেন তিনি।

এই বিষয়ে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, ‘আমি বিশ্বাস করি, শিক্ষাই একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি। একজন শিক্ষার্থী শুধু অর্থের অভাবে উচ্চশিক্ষার সুযোগ হারাক, তা কোনোভাবেই কাম্য নয়। যতটুকু পারি, আমি চেষ্টা করি অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে।’ কাজী বাসিতের এমন মানবিক উদ্যোগ শিক্ষাঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, শিক্ষার্থীদের পাশে থেকে এভাবে সহযোগিতা করা দেশের আগামী প্রজন্মকে আলোর পথ দেখাবে এবং একটি ইতিবাচক সমাজ গঠনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

ভর্তির কার্যক্রম সফল হওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি সত্যিই ভাষা খুঁজে পাচ্ছি না। যখন চারদিক অন্ধকার মনে হচ্ছিল, তখন একজন ভাইয়ের মতো বাসিত ভাই পাশে দাঁড়িয়েছেন। শুধু টাকা দিয়ে নয়, তিনি আমাকে নতুন করে স্বপ্ন দেখার সাহস দিয়েছেন। আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ ভাই। এই সহযোগিতা আমি কখনও ভুলব না। একদিন আমি বড় হয়ে আরেকজন অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়াতে চাই—যেমন করে আজ বাসিত ভাই আমার পাশে দাঁড়িয়েছেন।’

(ঢাকা টাইমস/১৯মে/জেবি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের সতর্কতা সালাহউদ্দিনের
জামালপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা ২ লাখ
পুলিশের এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
ট্রাম্পের নতুন আইন, অন্য দেশে রেমিট্যান্স পাঠাতে লাগবে পাঁচ শতাংশ কর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা