জামালপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা ২ লাখ

জামালপুরের মেলান্দহ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় দুটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে ভাটাগুলোর কিলন ও চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় বিসমিল্লাহ ব্রিক্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ও মেলান্দহ পৌরসভার ফুলছেন্যা গ্রামে এসব অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষ টিম। অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, জামালপুরের সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে সহযোগিতা করেন পুলিশ, মেলান্দহ ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতি ও সেনাবাহিনীর একটি দল। অভিযানকালে মাহমুদপুর ইউনিয়নের বিসমিল্লাহ ব্রিক্স এবং ফুলছেন্যা গ্রামের মেসার্স মুন্না ব্রিক্সের কিলন ও চিমনি ভেঙে ফেলা হয়।
পরিবেশ অধিদপ্তরের বিধিনিষেধ অমান্য করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হওয়ায় বিসমিল্লাহ ব্রিক্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা আরও দাবি জানান, ভবিষ্যতে যেন এসব অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো হয়।
এ বিষয়ে জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, বিধি-নিষেধের তোয়াক্কা না করে যেসব ইটভাটা পরিচালিত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এই দুটি ইটভাটার কোনো পরিবেশগত ছাড়পত্র ছিল না। এ কারণে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চিমনি ও কিলন ভেঙে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে জেলার সব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।
(ঢাকা টাইমস/১৯মে/এসএ)

মন্তব্য করুন