ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের সতর্কতা সালাহউদ্দিনের

আজকালের মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সরকারকে সতর্ক করেছেন, অন্যথায় বৃহত্তর আন্দোলন হতে পারে।
সোমবার (১৯ মে) বিকেলে সিলেট মহানগরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি করেন বিএনপির কেন্দ্রীয় নেতা।
মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত পাঁচ দিন ধরে নগর ভবনে অবস্থান ও বিক্ষোভ করছেন তার অনুসারীরা। ঢাকাবাসী ব্যানারে তারা আজ নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করে। পরে মঙ্গলবার অবস্থান কর্মসূচির ঘোষণা করেন তারা।
এসব কর্মসূচির কথা উল্লে করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জনগণ আলটিমেটাম দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টাকে। আদালতের রায় মেনে নির্বাচন কমিশন ইশরাককে মেয়র নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না, বিভিন্ন ইস্যু করছেন। এটা আইনের শাসন হলো?'
সরকারের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, ‘আমরা সব সময় আপনাদের সহযোগিতা করেছি। সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তার মানে এই নয় যে আপনারা যা করবেন তাই সহ্য করব।’
অতি অল্প সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করার আহ্বান জানিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে আরও বৃহৎ আন্দোলন হতে পারে।’
(ঢাকাটাইমস/১৯মে/মোআ)

মন্তব্য করুন