তাড়াশে আম কুড়ানোর সময় মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৫, ২২:৪০
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে আম কুড়ানোর সময় মোটরসাইকেলের ধাক্কায় মো. হাতেম আলী (৫৩) নামে এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার বিকালে উপজেলার তাড়াশ মহিষলুটি আঞ্চলিক সড়কের বৃ-পাঁচান তিন মাথার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাতেম আলী উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘড়গ্রাম গৌরিপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

বিষয়টি ওই এলাকার বাসিন্দা কলেজ অধ্যক্ষ মো. আবু তালেব নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঘড়গ্রাম গৌরিপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মো. হাতেম আলী বাড়ি সংলগ্ন তাড়াশ মহিষলুটি আঞ্চলিক সড়কের বৃ- পাঁচান তিন মাথার মোড়ে চা স্টলে বসে ছিলেন। এ সময় ঝড় উঠে আসে। তখন সেখানে বসে থাকা হাতেম আলী অন্যদের সাথে আঞ্চলিক সড়কের পাশে থাকা আম গাছের আম পড়তে দেখে তিনি কুড়াতে যান। এ সময় তাড়াশ দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল সেখানে হাতেম আলীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

এ সময় সেখানে থাকা লোকজন আহত হাতেম আলীকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পবে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পথে নাটোর পৌছানোর আগেই অ্যাম্বুলেন্সের মধ্যে হাতেম আলী মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, খবরটি শুনেছি। আর পরিবারের অভিযোগ না থাকায় থানায় কোনো মামলা হয়নি।

(ঢাকা টাইমস/১৯মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ভবন ধস, দগ্ধ ৪
নিজেকে ছাড়িয়ে যেতে পারলেন না শান্ত
গুলশানের নিজ বাড়িতেই উঠবেন তারেক রহমান 
অবৈধ ট্রলিং বোট জব্দকে কেন্দ্র করে কোস্ট গার্ডের স্থাপনায় হামলা ও ভাঙচুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা