ট্রাম্পের নতুন আইন, অন্য দেশে রেমিট্যান্স পাঠাতে লাগবে পাঁচ শতাংশ কর

যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে অর্থ পাঠাতে ৫ শতাংশ কর দিতে হবে। এমনই একটি নতুন আইন পাস হচ্ছে সেখানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ নামে প্রস্তাবটি করেন। রোববার মার্কিন কংগ্রেসের বাজেট কমিটিতে ১ ভোটের ব্যবধানে পাস হয়েছে সেটি। খবর এনডিটিভির।
ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট-এ বলা হয়েছে, সব রেমিট্যান্সের ওপর ৫ শতাংশ কর ধার্য করা হবে। কর সংগ্রহ করবে মার্কিন ব্যাংক বা পরিষেবা প্রদানকারীরা।
মার্কিন নাগরিক এবং এ দেশে জন্মগ্রহণকারীরা এ করের আওতায় নয়। তবে তাদের মার্কিন কোষাগারের সঙ্গে একটি বিশেষ চুক্তি করতে হবে।
প্রেরিত অর্থের পরিমাণের উপর ভিত্তি করে এ বিলে কোনও কর ছাড় দেওয়া হয়নি। এর অর্থ হল প্রেরক যদি মার্কিন নাগরিক না হন তবে ছোট স্থানান্তরের উপরও কর আরোপ করা হবে।
এই আইনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। দেশটি আমেরিকা থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স পায়। ২০২৩-২৪ সালে ১১৮.৭ বিলিয়ন মার্কিন ডলার পেয়েছিল এশিয়ার সর্ববৃহৎ দেশটি। এর মধ্যে ২৭.৭ শতাংশ এসেছে ট্রাম্পের দেশ থেকে।
বিলটি এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পূর্ণাঙ্গ ভোটের অপেক্ষায়। এটি পাস হলে যুক্তরাষ্ট্রে থাকা প্রায় ৪৫ লাখ ভারতীয়র অর্থনৈতিক ও সামাজিক জীবনে বড় প্রভাব পড়তে পারে।
ট্রাম্পের এই বিলে কর হ্রাস, সরকারি ব্যয় হ্রাস এবং সীমান্ত নিরাপত্তা উন্নত করার পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিলের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো যুক্তরাষ্ট্র থেকে অর্থ স্থানান্তরের (রেমিট্যান্স) ওপর ৫ শতাংশ নতুন কর আরোপ করা। সূত্র: ওয়েবসাইট।
(ঢাকাটাইমস/১৯মে/মোআ)

মন্তব্য করুন