মিথ্যা মামলা থেকে সরে আসার আহ্বান ইমাম হায়াতের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৫, ২৩:০৬
অ- অ+

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব (World Humanity Revolution)-এর প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত সোমবার এক বিবৃতিতে মিথ্যা মামলা, অবৈধ গ্রেপ্তার এবং রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, সরকারের সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদকে রাষ্ট্রদ্রোহ হিসেবে মামলা দিয়ে দমন করা একটি ভয়ঙ্কর রাজনৈতিক প্রবণতা। বিশেষ করে নারীদের গ্রেপ্তার ও লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

তিনি দাবি করেন, সরকারের ভেতরে একটি চরমপন্থী গোষ্ঠীর অপতৎপরতা এবং পুলিশের কিছু বেপরোয়া কর্মকর্তার ভূমিকা জনমনে ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি করছে। এতে প্রধান উপদেষ্টার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নারায়ণগঞ্জে একজন জনপ্রিয় নারী নেত্রী ও কয়েকজন শিল্পীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও জামিন না দেওয়ার ঘটনায় আদালতের স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

আল্লামা হায়াত আরও বলেন, মিথ্যা মামলা, অন্যায় রিমান্ড, জেল-জুলুম, বাকস্বাধীনতা হরণ করে মিথ্যাকে রাষ্ট্রের ভিত্তি হিসেবে দাঁড় করানো হচ্ছে— যা মানবাধিকারের চরম লঙ্ঘন।

তিনি বলেন, ইনসানিয়াত বিপ্লব একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও স্বৈরশাসনের বিরুদ্ধে মানবতার ভিত্তিতে পরিচালিত সর্বজনীন রাজনীতির পক্ষপাতী।

বিবৃতির শেষে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনো সময় আছে—গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনুন, দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিন এবং নিজেদের সম্মানজনকভাবে ইতিহাসে প্রতিষ্ঠিত করুন।

(ঢাকা টাইমস/১৯মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের সতর্কতা সালাহউদ্দিনের
জামালপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা ২ লাখ
পুলিশের এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
ট্রাম্পের নতুন আইন, অন্য দেশে রেমিট্যান্স পাঠাতে লাগবে পাঁচ শতাংশ কর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা