৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৫, ১৬:১৬
অ- অ+

দীর্ঘ আট বছর পর ৩৪তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মহিউদ্দীন আহমেদ মাহী। আর সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জোনের এডিসি মো. জুয়েল রানা। সোমবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৪ বিসিএস (পুলিশ) অফিসারদের এক সভা বাংলাদেশ অফিসার্স ক্লাব লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কমিটি সংক্রান্ত আলোচনা হয়। আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের বিষয়ে সবাই সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে ঐক্যমতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিতে সভাপতিত্ব করেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান।

এদিকে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান, সহ-সভাপতি হয়েছেন ডিবির এডিসি মো. সুমন মিয়া, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান ও বিএম শাহরিয়ার আব্দুল্লাহ বিন ফরিদ, ডিএমপির এডিসি মো. সুমন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির।

সিনিয়র যুগ্ন-সম্পাদক হয়েছেন ডিএমপির এডিসি মহসীন আল মুরাদ, যুগ্ন-সম্পাদক হয়েছেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন, ডিএমপির এডিসি মো. নাজমুল হাসান ও এডিসি জুয়েল ইমরান, পুলিশ স্টাফ কলেজ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি কাজী আবু সাইদ। তাছাড়া সংগঠনের কোষাধ্যক্ষ হয়েছেন ডিএমপির এডিসি মো. মাহমুদুল হাসান চৌধুরী এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি মো. আমিনুল ইসলাম তরফদার।

সংগঠনের নবনিযুক্ত সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘নতুন এই কমিটি জুলাই স্পিরিটকে ধারণ করে দেশের আইন-শৃঙ্খলা নিশ্চিতে কাজ করবে।’ আর সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য হলো একটা ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা পালন।’

সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন, ‘দেশে পুলিশকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানানোই আমাদের লক্ষ্য।’

সিনিয়র যুগ্ন-সম্পাদক মহসীন আল মুরাদ বলেন, ‘গণঅভ্যূত্থানের মাধ্যমে জনবান্ধব পুলিশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে বর্তমান কমিটি সচেষ্ট থাকবে।’

সাংগঠনিক সম্পাদক কাজী আবু সাইদ বলেন, ‘জনকল্যাণে আত্মনিয়োগের পাশাপাশি পুলিশ সদস্যের সার্বিক কল্যাণেও কাজ করবে এই কমিটি।’

(ঢাকা টাইমস/১৯মে/এসএস/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪১০তম বোর্ড সভা অনুষ্ঠিত
সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
হামলা-লাঞ্ছনা, অতঃপর পুলিশের হস্তক্ষেপে বায়রার সংবাদ সম্মেলন
ইশরাককে  শপথ পড়ানো সম্ভব নয়, যদি...
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা