নীলফামারীতে ইটবোঝাই ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নীলফামারী প্রতিনিধি
  প্রকাশিত : ১৯ মে ২০২৫, ১১:১৬| আপডেট : ১৯ মে ২০২৫, ১১:৩৮
অ- অ+

নীলফামারীতে ইটবোঝাই ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের হরিবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেট্রো-ট-১৮৬০৩০ নম্বরের ইটবোঝাই ট্রাকটি যখন দারোয়ানী টেক্সটাইলের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৩১৪৬৮) সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে বালুবোঝাই ট্রাকটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে, আর ইটবোঝাই ট্রাকটির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারান ইটবোঝাই ট্রাকটির চালক মোহাম্মদ আসাদুল ইসলাম (৪৫)। তিনি বগুড়া জেলার আদমদীঘি থানার ছাতিনগ্রাম সান্তাহারের মোজাম্মেল হকের ছেলে। তার সহকারী (হেলপার) পালিয়ে গেছেন। অপর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান এবং তাদের পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নীলফামারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় নীলফামারী জেনারেল হাসপাতালে। সড়কটি দুদিক থেকেই আংশিকভাবে অবরুদ্ধ থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। উভয় ট্রাক লোড অবস্থায় থাকায় দুর্ঘটনাকবলিত যান সরাতে রেকার ডাকা হয়েছে।

নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন এবং দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

(ঢাকাটাইমস/১৯মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে প্রতিবন্ধী তরুণীকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা 
নুসরাত ফারিয়ার বিষয়ে তদন্ত হচ্ছে, নির্দোষ হলে ছেড়ে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন দুই মাসের মধ্যে মারা যেতে পারেন: লরা লুমার
ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি: নজরুল ইসলাম খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা