নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র চলছে: মোস্তফা জামান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৫, ২০:২৩
অ- অ+

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ঢুকে গেছে- তাই তারা নির্বাচন না দিয়ে ক্ষমতা ধরে রাখার পাঁয়তারা করছে।

সোমবার বিকালে রাজধানীর খিলক্ষেত থানার তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টের গুলশান থানা বনাম রামপুরা থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু আমরা দেখতে পারছি সংষ্কার ও বিচারের নামে নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র চলছে।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আগামীতে যত বাধা যত ষড়যন্ত্রই আসুক না কেনো, সব কিছুই আমরা মোকাবিলা করতে পারব।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. আকতার হোসেন, হাজী মো. ইউসুফ, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, মহানগর সদস্য ফারুক হুসাইন ভূইয়া, হান্নানুর রহমান ভূঁইয়া, খিলক্ষেত থানা বিএনপি আহ্বায়ক এস এম ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, বিমানবন্দর থানা বিএনপি আহ্বায়ক মনির ভূইয়া, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তারেক, বিএনপি নেতা জাহিদ ইসলাম রুবেল, গুলশান থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক এসএ মামুন, যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির, আসাদুজ্জামান আসাদ, রাশেদ বিন সুলায়মান শাহজাদা, থানা আহ্বায়ক কমিটির সদস্য ইসরাত খানম, উত্তরা পূর্ব থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশির, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকার, থানা আহ্বায়ক কমিটি সদস্য আব্দুল আলী প্রমুখ।

খেলায় গুলশান থানা ২-১ গোলে রামপুরা থানাকে পরাজিত করে।

(ঢাকা টাইমস/১৯মে/জেবি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের সতর্কতা সালাহউদ্দিনের
জামালপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা ২ লাখ
পুলিশের এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
ট্রাম্পের নতুন আইন, অন্য দেশে রেমিট্যান্স পাঠাতে লাগবে পাঁচ শতাংশ কর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা