বিমান শ্রমিক লীগের সহ-সম্পাদক বুলু গ্রেপ্তার

বিমান শ্রমিক লীগের সহ-সম্পাদক বুলবুল আহমেদ বুলুকে গ্ৰেপ্তার করা হয়েছে। সোমবার বেলা বারোটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।
একইদিন ডিবির একাধিক সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ডিবি গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়ার নেতৃত্বে একটি দল বুলুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বুলু বিমান শ্রমিক লীগের সহ-সম্পাদক।
এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া ঢাকাটাইমসকে বলেন, ‘সরকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগের বিমান শ্রমিক লীগের সহ-সম্পাদক বুলবুল আহমেদ বুলুকে গ্ৰেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী মামলা রয়েছে। তাকে আজই থানায় হস্তান্তর করা হবে।
(ঢাকাটাইমস/১৯মে/এসএস)

মন্তব্য করুন