রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৫, ১৪:০০| আপডেট : ১৯ মে ২০২৫, ১৪:১৬
অ- অ+

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবিদ হাসান রকি‌কে সেনাবাহিনীর সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবিদ হাসান রকি পশ্চিম সরফভাটা ৪ নম্বর ওয়ার্ডের কোরবান আলী সওদাগরের বাড়ির নিজাম উদ্দিনের ছেলে।

জানা যায়, গত ১৩ নভেম্বর ইসমাত জাহান শাওন (১৩) নামে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থীকে দুপুরে স্কুলের মধ্যাহ্ন বিরতিতে বাড়ি থেকে স্কুলে আসার পথে রকিসহ কয়েকজন বখাটে প্রকাশ্যে ওই ছাত্রীকে সিএনজি অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ সময় স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন এগিয়ে এলেও তাকে উদ্ধার করতে পারেননি।

এলাকায় খবর নিয়ে জানা যায়, ধর্ষক রকি একজন চিহ্নিত অপরাধী, তিনি মাদক কারবার করে আসছেন দীর্ঘদিন ধরে। বখাটে প্রকৃতির রকি বিভিন্ন স্কুল, কলেজগামী শিক্ষার্থী, প্রবাসীর স্ত্রীদের টার্গেট করে টোপে পেলে কৌশলে অপহরণ ও ধর্ষণ করে আসছেন দীর্ঘদিন ধরে।

২০২৪ সালে রকির বিরুদ্ধে বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে এলাকাবাসী ও উক্ত বিদ্যালয়ের ব্যানারে বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আবিদ হাসান রকি দীর্ঘদিন ধরেই অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। তার অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৯মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪১০তম বোর্ড সভা অনুষ্ঠিত
সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
হামলা-লাঞ্ছনা, অতঃপর পুলিশের হস্তক্ষেপে বায়রার সংবাদ সম্মেলন
ইশরাককে  শপথ পড়ানো সম্ভব নয়, যদি...
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা