হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৯ হাজার ৯০৪ বাংলাদেশি

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৪৯ হাজার ৯০৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি।
সৌদি আরবের স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট) হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে জানানো হয়, রবিবার পর্যন্ত সর্বমোট ৪৮ হাজার ৬৬১ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৮৩ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৫ হাজার ৩২১ জন।
হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ১২৬টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৩টি, সৌদি এয়ারলাইন্সের ৪৩টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২০টি।
হজযাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ২৪ হাজার ৬৯৮ জন, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১৬ হাজার ৯৪৩ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে আট হাজার ২৬৩ জন।
বুলেটিন থেকে জানা গেছে, হজ পালনের জন্য এ পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৮৬ হাজার ৭৭৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০ শতাংশ।
বুলেটিন থেকে আরও জানা গেছে, সৌদি আরবে এ পর্যন্ত আটজন হজযাত্রী/হাজী মারা গেছেন, যাদের মধ্যে সাতজন পুরুষ ও একজন মহিলা। মৃতদের মধ্যে মক্কায় তিনজন, মদিনায় পাঁচজন মারা গেছেন ।
সবশেষ গত শনিবার মো. জয়নাল হোসেন (৬১) নামে একজন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি গাজীপুর সদর উপজেলায়।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা পাঁচ হাজার ২০০ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮১ হাজার ৯০০। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৭০টি।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। শেষ ফ্লাইট যাবে ৩১ মে।
এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। ১০ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/১৯মে/এফএ)

মন্তব্য করুন