বেনাপোল সীমান্ত থেকে ২ কোটি  টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৫, ১১:৪২| আপডেট : ২০ মে ২০২৫, ১১:৫৭
অ- অ+

বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি ৭ লাখ ৪২ হাজার টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার রাতে আমড়াখালী চেকপোস্ট সীমান্ত, হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ি, কম্বল, থ্রি-পিস, টর্চ লাইট, পানমসলা, তামাক, জর্দা, ট্রান্সমিটার ইকুইপমেন্ট, ফায়ার ইকুইপমেন্ট, কারেন্ট জাল, জিরা, সিগারেট, বিভিন্ন প্রকার চকলেট, সিএনজি, বিভিন্ন প্রকার ওষুধ, কসমেটিক্স সামগ্রী এবং একটি সিএনজি জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

জব্দ পণ্যের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি সাত লাখ ৪২ হাজার টাকা। এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেওয়া হবে।

তিনি আরও জানান, চোরাকারবারিরা এসব পণ্যের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/২০মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারাদেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
কুষ্টিয়ায় ড্রাম ট্রাক ও দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
দুদকের তলবে হাজির হননি স্বাস্থ্য উপদেষ্টার দুই ব্যক্তিগত কর্মকর্তা 
সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনা করা হচ্ছে: অর্থ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা