সৌদি আরবে আরও এক হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ করতে যাওয়া আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সোমবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আ. হান্নান মোল্লা (৬৩) নামে ওই হজযাত্রী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়।
এ নিয়ে এ পর্যন্ত নয়জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।
সৌদি আরবের স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট) হজ ব্যবস্থাপনা পোর্টালে দেওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন থেকে জানা গেছে, পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ২৭৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি।
বুলেটিনে জানানো হয়, সোমবার পর্যন্ত সর্বমোট ৫১ হাজার ২৭৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৮৩ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৬ হাজার ৬৯৫ জন।
হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ১৩০টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৫টি, সৌদি এয়ারলাইন্সের ৪৪টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি।
হজযাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ২৫ হাজার ৩৩২ জন, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১৭ হাজার ৩১৮ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৮ হাজার ৬২৮ জন।
বুলেটিন থেকে জানা গেছে, হজ পালনের জন্য এ পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৮৬ হাজার ৮২৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০ শতাংশ।
বুলেটিন থেকে আরও জানা গেছে, সৌদি আরবে এ পর্যন্ত নয়জন হজযাত্রী/হাজী মারা গেছেন, যাদের মধ্যে আটজন পুরুষ ও একজন মহিলা। মৃতদের মধ্যে মক্কায় চারজন, মদিনায় পাঁচজন।
অপরদিকে সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং প্রশাসনিক প্রথম দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগত বাংলাদেশি হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সৌদি হাসপাতালগুলোতে বাংলাদেশি ভর্তিকৃত হজযাত্রীদের খোঁজখবর নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে কাউন্সেলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যরা, চিকিৎসক এবং আইটি দলের সদস্যরাসহ অপরাপর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৫ হাজার ২০০ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮১ হাজার ৯০০। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৭০টি।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। শেষ ফ্লাইট যাবে ৩১ মে।
এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। ১০ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/২০মে/এফএ)

মন্তব্য করুন